মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

যাত্রীর পেট থেকে বেরোল দেড় কেজি সোনা

নিজস্ব প্রতিবেদক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল এক যাত্রীকে টয়লেট করিয়ে তার পায়ুপথ দিয়ে বের করা হয়েছে সোনার ১২টি বার। শুল্ক গোয়েন্দারা জানান, এগুলোর ওজন প্রায় দেড় কেজি, যার বাজারমূল্য প্রায় ৬৫ লাখ টাকা।

সূত্র জানায়, সকালে দুবাই থেকে ফেরা বিজি-০৪৮ ফ্লাইটের যাত্রী রাসেল খান আকাশের (৩২) পেট থেকে সোনাগুলো বের করা হয়। ফ্লাইটটি প্রথমে চট্টগ্রামে অবতরণ করলে সেখান থেকে ওই বিমানে উঠে তিনি ঢাকায় আসেন। তার বাড়ি চট্টগ্রামের রাউজানে।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান জানান, রাসেলের ভাষ্য অনুযায়ী চট্টগ্রাম থেকে বিমানে ওঠার পর ১১-বি নম্বর সিট থেকে তিনি সোনাগুলো সংগ্রহ করেন। কোনো যাত্রী এ সোনা সিটে রেখে যান। মহাপরিচালক জানান, রাসেলকে প্রথমে বিমানবন্দরের কাস্টমস হলে আনা হয়। দীর্ঘক্ষণ জিজ্ঞাসার পর তিনি সোনা থাকার কথা স্বীকার করেন। পরে টয়লেট করিয়ে তার কাছ থেকে সোনাগুলো উদ্ধার করা হয়। এগুলো দুটি করে মোট ছয়টি পলিথিন রোলে রাখা ছিল। রাসেলকে পরে গ্রেফতার দেখানো হয়েছে।

সর্বশেষ খবর