বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ইসলামী দৃষ্টিকোণ থেকেও মাতৃভাষার গুরুত্ব অনস্বীকার্য

--------- ইসলামী আন্দোলন

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, মাতৃভাষা বাংলা আল্লাহর দেওয়া সেরা দান। ইসলামী দৃষ্টিকোণ থেকেও মাতৃভাষার গুরুত্ব অনস্বীকার্য। তিনি বলেন, পশ্চিমা শাসকগোষ্ঠী আমাদের মুখের ভাষা কেড়ে নিতে চেয়েছিল। কিন্তু সালাম, জব্বার, বরকত, রফিকরা নিজ জীবন বিলিয়ে দিয়ে বাংলা ভাষা রক্ষা করেছেন। তারপরও আজ বাংলা ভাষার সর্বত্র প্রচলন হচ্ছে না। অন্তত বাংলাদেশের সর্বত্র তো বাংলা ভাষার প্রচলন করা প্রয়োজন ছিল। গতকাল পুরানা পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আয়োজক সংগঠনের আহ্বায়ক মুক্তিযোদ্ধা আবদুল ওয়াদুদের সভাপতিত্বে এবং সদস্য সচিব মুক্তিযোদ্ধা আবুল কাশেমের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নেতা অধ্যাপক আশরাফ আলী আকন, মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান, মাওলানা ইমতিয়াজ আলম, আলহাজ আবদুর রহমান, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম প্রমুখ।

সর্বশেষ খবর