বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

নূর হামিম রিজভী বীরপ্রতীকের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

বীর মুক্তিযোদ্ধা আবু মো. নূর হামিম রিজভী বীরপ্রতীকের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। তিনি মহান মুক্তিযুদ্ধে ভারতের বিহার প্রদেশের চাকুলিয়ায় প্রশিক্ষণ শেষে ভারতীয় নাইনটিন মারাঠা সেনাবাহিনীর একজন ক্যাপ্টেনের অধীন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার ধুল্লাউড়ি ক্যাম্পে যোগ দেন। পরে তিনি ৭ নম্বর সেক্টরের ৪ নম্বর সাব-সেক্টরে তত্কালীন ক্যাপ্টেন গিয়াস উদ্দিন আহমেদ চৌধুরী বীরবিক্রমের অধীন যুদ্ধ শুরু করেন। আবু মো. নূর হামিম রিজভী কসবা অপারেশন নামে পরিচিত এক দুঃসাহসী সফল অ্যাম্বুশে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত হন। তার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নিজ গ্রাম পিরিজপুরে আজ পারিবারিক গোরস্থানে কবর জিয়ারত, বিকাল ৫টায় পিরিজপুর উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।

সর্বশেষ খবর