বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

একুশের চেতনা ধারণ করে সামনে এগিয়ে যেতে হবে : তরিকত

নিজস্ব প্রতিবেদক

একুশের চেতনাকে ধারণ করে তরুণ প্রজন্মকে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব এম এ আউয়াল এমপি। তিনি বলেন, বাংলা ভাষার মর্যাদা অক্ষুণ্ন রাখতে সবাইকে সচেতন হতে হবে। ভাষার জন্য জীবন দেওয়ার দৃষ্টান্ত একমাত্র আমাদেরই রয়েছে। অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গতকাল সংগঠনের কলাবাগানের কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

এম এ আউয়াল বলেন, একুশ আমাদের চেতনার বাতিঘর-অসাম্প্রদায়িকতা, গণতন্ত্র, অধিকার আদায়ের প্রেরণা। একুশ আমাদের চেতনার উত্স। তিনি বলেন, বিশ্বের ৩২ কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে। বাংলাকে জাতিসংঘের দাফতরিক ভাষা করা সময়ের দাবি।

সর্বশেষ খবর