Bangladesh Pratidin

ঢাকা, শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৮

প্রকাশ : বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা আপলোড : ২২ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:১৭
নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বনানীতে একটি ভবন থেকে পড়ে শাহারুল ইসলাম (৩০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার অলিপুর গ্রামের আবদুল জব্বারের ছেলে। গতকাল দুপুরে বনানীর বি ব্লকের ১৩/বি নম্বর রোডের ১২ নম্বর নির্মাণাধীন ৮ম তলা ভবনে এ দুর্ঘটনা ঘটে।

শাহারুলের সহকর্মী শাহজাহান জানায়, দুপুরে কাজ করার সময় নিচে পড়ে গুরুতর আহত হন শাহারুল। পরে তাকে উদ্ধার করে প্রথমে কল্যাণপুর বাংলাদেশ স্পেশালিস্ট হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে বিকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।

এই পাতার আরো খবর
up-arrow