বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

বাংলাদেশি ব্রিটিশকে যুক্তরাষ্ট্রে ঢুকতে বাধা

প্রতিদিন ডেস্ক

সাত মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে ঢোকায় ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা নিয়ে বিশ্বজুড়ে হৈচৈয়ের মধ্যে দেশটিতে যেতে বাধা পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত এক ব্রিটিশ নাগরিক। জুহেল মিয়া নামে ওই স্কুলশিক্ষককে ফিরিয়ে দেওয়ার সময় তার সঙ্গে অপরাধীদের মতো আচরণ করা হয়েছিল বলে অভিযোগ এসেছে যুক্তরাজ্যের সংবাদপত্রগুলোতে। ২৫ বছর বয়সী জুহেল মিয়া সাউথ ওয়েলসের একটি বিদ্যালয়ের গণিত শিক্ষক। সহকর্মী ও শিক্ষার্থীদের সঙ্গে তিনি নিউইয়র্ক রওনা হয়েছিলেন। খবর  বিডিনিউজের। ১৬ ফেব্রুয়ারি আইসল?্যান্ডের রাজধানী রিকিয়াভিকে তাকে বিমান থেকে নামিয়ে দেওয়া হয় বলে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান জানিয়েছে। দি সান লিখেছে, নিজের শিক্ষাপ্রতিষ্ঠানে ‘জনপ্রিয় ও শ্রদ্ধেয়’ শিক্ষক হিসেবেই জুহেল মিয়া পরিচিত। তাকে নামিয়ে আনার পর শিক্ষার্থীরা কাঁদছিল। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ১০ ফেব্রুয়ারি সাতটি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে ঢোকায় নিষেধাজ্ঞা আরোপ করেন। দেশগুলো হচ্ছে ইরান, ইরাক, সিরিয়া, ইয়েমেন, সুদান, সোমালিয়া ও লিবিয়া। এর মধ্যেই হেনস্তার শিকার হলেন জুহেল মিয়া, বাবা-মা বাংলাদেশি হলেও তিনি যুক্তরাজ্যের নাগরিক।

সর্বশেষ খবর