বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ঢাকার সম্মেলন বর্জন করছে পাঁচটি পোশাক ব্র্যান্ড

প্রতিদিন ডেস্ক

বাংলাদেশ থেকে তৈরি পোশাক ক্রয় করে এমন পাঁচটি বড় আন্তর্জাতিক ব্র্যান্ড বাংলাদেশে শ্রমিক ছাঁটাই এবং শ্রমিক নেতাদের ওপর অত্যাচার-নির্যাতনের অভিযোগের প্রেক্ষাপটে ঢাকায় আসন্ন অ্যাপারেল সামিট বর্জন করছে। এই পাঁচটি শীর্ষস্থানীয় পোশাক ব্র্যান্ড হলো এইচঅ্যান্ডএম, জারা, সিঅ্যান্ডএ, নেক্সট এবং টিচিবো। খবর বিবিসি বাংলা। আন্তর্জাতিক শ্রমিক অধিকার সংগঠন ক্লিন ক্লোদস ক্যাম্পেইন এক বিবৃতিতে জানিয়েছে, ২৫ ফেব্রুয়ারি ঢাকা অ্যাপারেল সামিটে এই ব্র্যান্ডগুলো অংশ নিচ্ছে না। বিবৃতিতে দাবি করা হয়, সম্প্রতি আশুলিয়ায় মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক আন্দোলনের পর অন্তত ১৫০০ শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। এ ছাড়াও কমপক্ষে ৩৪ জন শ্রমিক এবং শ্রমিক নেতাকে আটক করা হয়। তবে খবরে বলা হয়েছে, বাংলাদেশে শ্রমিক ছাঁটাই এবং শ্রমিক নেতাদের হয়রানি বন্ধ করতে বাংলাদেশ সরকার এবং বিক্রেতাদের ওপর চাপ দেওয়ার জন্য পোশাক ব্র্যান্ডগুলোর সঙ্গে এখনো দেনদরবার করছে ক্লিন ক্লোদস।

সর্বশেষ খবর