বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

কলকাতায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

কলকাতা প্রতিনিধি

ভারত-বাংলাদেশ মৈত্রী সমিতির আয়োজনে গতকাল সন্ধ্যায় কলকাতার রোটারি সদনে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির ছেলে ভারতের কংগ্রেস সাংসদ অভিজিত মুখার্জি। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লেখক শাহরিয়ার কবীর, ভারত-বাংলাদেশ মৈত্রী সমিতির সভাপতি কংগ্রেস বিধায়ক অসিত মিত্র, সাধারণ সম্পাদক অজয় দে, সহ-সভাপতি নির্মলেন্দু ভট্টাচার্য, গৌর গোপাল সাহা প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অজয় দে। অভিজিত মুখার্জি বলেন, ‘দুই বাংলার ভাষা, সংস্কৃতি, প্রকৃতি এক, শুধু একটা কাঁটাতারের বেড়া দিয়ে আলাদা করে দেওয়া হয়েছে। তাদের ভাষাটা আন্তর্জাতিক ভাষা হয়ে গেছে। এ জন্য আমরাও গর্বিত।’ পরে অনুষ্ঠান থেকে ভারত-বাংলাদেশ মৈত্রী সমিতির লোগো ও ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। লোগোর উদ্বোধন করেন অভিজিত মুখার্জি এবং ওয়েবসাইটের উদ্বোধন করেন শাহরিয়ার কবীর।

সর্বশেষ খবর