Bangladesh Pratidin

ঢাকা, শুক্রবার, ১৮ আগস্ট, ২০১৭

ঢাকা, শুক্রবার, ১৮ আগস্ট, ২০১৭
প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা আপলোড : ২৩ ফেব্রুয়ারি, ২০১৭ ০২:১৭
ন্যাশনাল ডিফেন্স কলেজে সেমিনার

ন্যাশনাল ডিফেন্স কলেজ আয়োজিত ‘মানব সম্পদ উন্নয়ন : ভিশন ২০৪১ এর আলোকে শিক্ষা ও প্রশাসনিক বিষয় সংস্কারের প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনার গতকাল মিরপুর সেনানিবাসের এনডিসিতে অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক উপদেষ্টা ড. গওহর রিজভী সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এনডিসির কমান্ড্যান্ট লে. জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী সেমিনারের উদ্বোধন করেন। সেমিনারে প্রফেসর ড. সৈয়দ মনজুরুল ইসলাম এবং সাবেক সচিব মো. নজরুল ইসলাম খান যথাক্রমে ‘মানব সম্পদ উন্নয়ন : ভিশন ২০৪১ এর আলোকে শিক্ষা ক্ষেত্রে সংস্কারের প্রয়োজনীয়তা’ এবং ‘মানব সম্পদ উন্নয়ন : ভিশন ২০৪১ এর আলোকে প্রশাসনিক সংস্কারের প্রয়োজনীয়তা’ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। আইএসপিআর।

up-arrow