সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

রক্ত দিয়ে গ্রিক দেবীর মূর্তি রুখব

———— পীর চরমোনাই

নিজস্ব প্রতিবেদক

উচ্চ আদালতের প্রবেশ চত্বরে স্থাপিত নারী ভাস্কর্যের সমালোচনা করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, ‘গ্রিক দেবীর মূর্তি স্থাপনের মাধ্যমে সরকার দেশে বিদেশি সংস্কৃতির বাস্তবায়ন করতে চায়। আমরা বুকের তাজা রক্ত দিয়ে হলেও এ মূর্তি রুখব।’ গতকাল চরমোনাইর বার্ষিক মাহফিলের তৃতীয় দিন চরমোনাই ময়দানে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন আয়োজিত ছাত্র-গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পীর চরমোনাই আরও বলেন, ভিন্নধর্মী সিলেবাসের বিরুদ্ধে যেভাবে আন্দোলনের মাধ্যমে তা পরিবর্তন করতে বাধ্য করা হয়েছে, তেমনিভাবে রাজপথে আন্দোলনের মাধ্যমে ‘মূর্তি’ অপসারণে সরকারকে বাধ্য করতে হবে। আয়োজক সংগঠনের সভাপতি জি এম রুহুল আমীনের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতা আবদুল হক আজাদ, অধ্যক্ষ ইউনুছ আহমাদ, মুফতি মিজানুর রহমান সাঈদ, হিফজুর রহমান, মুহিব্বুল্লাহিল বাকী আন-নদভী, অধ্যাপক আশরাফ আলী আকন, শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ খবর