মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

যাদের নিজের দেশে নেই তারা আমাদের বলে ট্রেড ইউনিয়ন আছে?

--------- তোফায়েল আহমেদ

নিজস্ব প্রতিবেদক

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ট্রেড ইউনিয়ন নিয়ে বিদেশি সমালোচনাকারীদের উদ্দেশে বলেছেন, যাদের নিজেদের দেশে ট্রেড ইউনিয়ন নেই তারা আমাদের প্রশ্ন করে বলেন, তোমাদের দেশে ট্রেড ইউনিয়ন আছে? মন্ত্রী আরও বলেন, তারা ভিয়েতনামে ট্রেড ইউনিয়ন আছে কিনা, তা বলার সাহস পায় না। চীন বিশ্বের এক নম্বর রপ্তানিকারক দেশ। সেখানকার ট্রেড ইউনিয়ন নিয়ে কেউ কথা বলেন না।

গতকাল রাজধানীর র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন বুর্যো-ইপিবি আয়োজিত ‘২০১৩ সালের বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি—সিআইপি (রপ্তানি ও ট্রেড) কার্ড বিতরণ’ অনুষ্ঠানে এসব কথা বলেন তোফায়েল আহমেদ।

এতে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন-এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ। আরও বক্তব্য দেন এফবিসিসিআইর সাবেক প্রথম সহসভাপতি মো. জসিম উদ্দিন ও সাবেক সহসভাপতি আবু আলম চৌধুরী। বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইপিবি ভাইস-চেয়ারম্যান মাফরূহা সুলতানা। সমাপনী বক্তব্য দেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুন্সী সফিউল হক। অনুষ্ঠানে মোট ১৬৪ জন ব্যবসায়ীর হাতে ২০১৩ সালের সিআইপি কার্ড তুলে দেন মন্ত্রী। এবার পণ্য রপ্তানিতে ১২৫ জন ও এফবিসিসিআইর পরিচালক হিসেবে পদাধিকারবলে আরও ৩৯ জন ব্যবসায়ী সিআইপি কার্ড পেয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন— বিকেএমইএ সভাপতি এ কে এম সেলিম ওসমান এমপি, কাজী নাবিল আহমেদ এমপি, এফবিসিসিআইর সাবেক প্রথম সহসভাপতি মো. জসিম উদ্দিন, সাবেক সহসভাপতি আবু আলম চৌধুরী, মোস্তফা আজাদ চৌধুরী বাবু ও হেলাল উদ্দিন, বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান, সংগঠনটির সাবেক সভাপতি আনিসুর রহমান সিনহা, বিটিএমএ সাবেক সভাপতি আবদুল হাই সরকার, স্কয়ার কনজ্যুমার প্রোডাক্টসের এমডি অঞ্জন চৌধুরী, লাক্সামা ফ্যাশনের এমডি রানা শফিউল্লাহ, আবদুল মোনেম গ্রুপের এমডি এ এস এম মহিউদ্দিন মোনেম, এফবিসিসিআইর সাবেক পরিচালক আমিনুল হক শামীম, এ কে এম শাহেদ রেজা প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর