Bangladesh Pratidin

প্রকাশ : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ২৮ ফেব্রুয়ারি, ২০১৭ ০২:৩৩
যৌন হয়রানির অভিযোগ
ঢাবি শিক্ষক বরখাস্ত
নিজস্ব প্রতিবেদক

যৌন হয়রানির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের এক শিক্ষককে বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট। অভিযোগের তদন্তে যৌন হয়রানির সত্যতা মেলায় অধ্যাপক সাহাদাত হোসেনকে গতকাল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় বরখাস্তের এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিন্ডিকেট সদস্য ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আখতারুজ্জামান জানান, তদন্তে প্রমাণ পাওয়ায় যৌন হয়রানির অভিযোগে ওই শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। ২৭ জুন সমাজবিজ্ঞান বিভাগের দুই ছাত্রী অধ্যাপক সাহাদাতের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলে উপাচার্যের কাছে লিখিত অভিযোগ করেন। তখন ওই অধ্যাপককে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছিল। আর অভিযোগ তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল বিশ্ববিদ্যালয়ের নারী নির্যাতনবিরোধী সেলকে।

এই পাতার আরো খবর
up-arrow