মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ফের এসি বিস্ফোরণ, রিকশা চালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

পুরান ঢাকার লালবাগে বিস্ফোরণে দগ্ধ রিকশাচালক আবুল বাশারের (৪৫) মৃত্যু হয়েছে। গতকাল রাত সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  ঢামেক সূত্র জানায়, শনিবার বিকালে হরনাথ ঘোষ লেনের ৫০/১ নম্বর বাড়ির নিচতলায় মিঠাই মণ্ডা নামে এক মিষ্টির দোকানে ফ্রিজের কম্প্র্রেসার বিস্ফোরণে এক নারীসহ মোট নয়জন দগ্ধ হয়েছিলেন। তাদের তাত্ক্ষণিকভাবে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় বাশারের মৃত্যু হলো। ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক ডা. পার্থ শংকর পাল জানান, ওই বিস্ফোরণে বাশারের শরীরের ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল। এ ছাড়া সাব্বিরের শরীরের ১৫ শতাংশ, মারুফের ১৮ শতাংশ, ফারহানার ২৪ শতাংশ, শুনামের ১৮ শতাংশ এবং সবুজের ২৩ শতাংশ পুড়ে যাওয়ায় আশঙ্কার মধ্যে রয়েছেন।

গ্যাসের আগুনে দগ্ধ আরও একজনের মৃত্যু : রাজধানীর যাত্রাবাড়ীতে গ্যাসের পাইপলাইন লিকেজে অগ্নিকাণ্ডে দগ্ধ চান মিয়া (৩০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এর আগে শুক্রবার বিকালে ফারুক মিয়ার (৪২) মৃত্যু হয়। গতকাল সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় চান মিয়ার মৃত্যু হয়। জানা গেছে, বুধবার সকালে যাত্রাবাড়ীর কোনাপাড়া মমিনবাগে রেড চিলি নামের একটি চাইনিজ রেস্টুরেন্টে গ্যাসের পাইপলাইন লিকেজ হয়ে অগ্নিকাণ্ড হয়।

 এ ঘটনায় হারুন মিয়া (৫০), বিল্লাল মোল্লা (৫০), খেলানী ওরফে পিচ্চি (১৮)সহ মোট পাঁচজন দগ্ধ হন।

ঢামেক বার্ন ইউনিটের চিকিৎসক ডা. পার্থ শঙ্কর পাল জানান, চান মিয়ার শরীরের ৫৭ শতাংশ পুড়ে গিয়েছিল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর