শুক্রবার, ৩ মার্চ, ২০১৭ ০০:০০ টা

পরিকল্পনামন্ত্রীর সঙ্গে ভারতের হাই কমিশনারের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক

পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে গতকাল পরিকল্পনা মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। এ সময় তারা দ্বি-পক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়সহ ভারতীয় লাইন অব ক্রেডিটের আওতাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে মতবিনিময় করেন। সাক্ষাৎকালে পরিকল্পনামন্ত্রী বাংলাদেশ ও ভারত বন্ধু প্রতীম দুই নিকট প্রতিবেশী দেশের মধ্যে চমৎকার সম্পর্কের কথা উল্লেখ করেন। তিনি মহান স্বাধীনতা সংগ্রামে ভারতের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, দু’দেশের মানুষের মধ্যে রয়েছে কৃষ্টি ও সাংস্কৃতিক অভিন্নতা। তিনি বলেন, প্রধানমন্ত্রী  শেখ হাসিনার দূরদৃষ্টি সম্পন্ন ভিশন এবং গতিশীল নেতৃত্বে আট বছরে দেশের অভাবনীয় অগ্রগতি অর্জিত হয়েছে। বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশে পরিণত হতে যাচ্ছে এবং ২০৩০ সালের মধ্যে দারিদ্রমুক্ত এবং ২০৪০সালের মধ্যে ১০টি ধনী দেশের কাতারে শামিল হওয়ার মিশন নিয়ে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ বিনিয়োগের জন্য আকর্ষনীয় স্থান। তিনি বাংলাদেশের রেলযোগাযোগ, বিদ্যুৎ, পরবিহন এবং বিভিন্ন অবকাঠামো খাতে ভারতীয় বিনিয়োগকারীদের এগিয়ে আসতে হাইকমিশনারের সহায়তা কামনা করেন। হাইকমিশনার বিভিন্ন উন্নয়ন সূচকে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন চলমান অগ্রগতি অব্যাহত থাকলে বাংলাদেশ এ অঞ্চলের অগ্রগতির জন্য অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবে।

সর্বশেষ খবর