শুক্রবার, ৩ মার্চ, ২০১৭ ০০:০০ টা

কাল ঢাবির ৫০তম সমাবর্তন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫০তম সমাবর্তন অনুষ্ঠিত হবে আগামীকাল। বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে কেন্দ্রীয় খেলার মাঠে এ সমাবর্তন অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ। এবার সমাবর্তন বক্তা হিসেবে থাকবেন কানাডার ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অন্টারিও-এর প্রেসিডেন্ট এবং ভাইস চ্যান্সেলর অধ্যাপক অমিত চাকমা। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক তার কার্যালয় সংলগ্ন অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সমাবর্তন সফল করতে সবার সহযোগিতা কামনা করেন। উপাচার্য জানান, সকাল সাড়ে ১১টায় শুরু হবে সমাবর্তন কার্যক্রম।

এবারের সমাবর্তনে অংশগ্রহণ করার জন্য এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ১৭ হাজার ৮৭৫ জন গ্র্যাজুয়েট। সমাবর্তন বক্তা অধ্যাপক অমিত চাকমাকে ‘ডক্টর অব সায়েন্স’ ডিগ্রি প্রদান করা হবে বলেও জানান তিনি। উল্লেখ্য, সমাবর্তন বক্তা অধ্যাপক অমিত চাকমা বাংলাদেশি বংশোদ্ভূত একজন রাসায়নিক প্রকৌশলী। তার জন্ম ১৯৫৯ সালে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের এক চাকমা পরিবারে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর