Bangladesh Pratidin

প্রকাশ : শনিবার, ৪ মার্চ, ২০১৭ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ৩ মার্চ, ২০১৭ ২২:৫৯
মুনিরীয়া যুব তবলিগের এশায়াত সম্মেলন আজ
নিজস্ব প্রতিবেদক

ঢাকা মহানগর নাট্যমঞ্চ ময়দানে আজ বেলা ১টায় তরিকতভিত্তিক সংগঠন মুনিরীয়া যুব তবলিগ কমিটি বাংলাদেশের এশায়াত সম্মেলন। সম্মেলন উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এতে প্রধান অতিথি থাকবেন কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরিফের অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মুহাম্মদ মুনির উল্লাহ আহমদী মাদ্দাজিল্লুহুল আলী। আয়োজকরা গত রাতে জানান, সম্মেলনে যোগ দিতে দেশ বিদেশের প্রতিনিধিরা ইতিমধ্যে ঢাকায় এসে পৌঁছেছেন। সম্মেলনস্থলে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ছিবগাত উল্লাহ মুহাম্মদ আরিফ জানান, সুশৃঙ্খলভাবে সম্মেলন অনুষ্ঠানের জন্য সবরকম প্রস্তুতি নেওয়া হয়েছে।  সংগঠনের মহাসচিব অধ্যাপক মুহাম্মদ ফোরকান মিয়া বলেন, যুব সমাজই হলেন জাতির শ্রেষ্ঠ সন্তান, কিন্তু বর্তমানে জাতির এই শ্রেষ্ঠ সন্তানরাই মাদক, জঙ্গিবাদসহ বিভিন্ন ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে। তাই যুব সমাজসহ সারা দুনিয়ার মুসলমানদের ইসলামের সঠিক পথের সন্ধান দেওয়ার লক্ষ্যে এই আয়োজন।

এই পাতার আরো খবর
up-arrow