শনিবার, ৪ মার্চ, ২০১৭ ০০:০০ টা

বাল্যবিবাহ নিরোধ আইনের বিশেষ বিধান বাতিলের দাবি

নিজস্ব প্রতিবেদক

বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর বিশেষ বিধান (১৯ নং ধারা) বাতিলের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে এ দাবি জানায় সংগঠনটি। সমাবেশে বক্তারা বলেন, নানা মহলের বিরোধিতা সত্ত্বেও বিশেষ প্রেক্ষাপটের বিধান রেখে বাল্যবিবাহ নিরোধ আইন সংসদে পাস হয়। তবে বিশেষ প্রেক্ষাপট কী এবং কত কম বয়সে বিয়ে করা যাবে বা বাবা-মা ছাড়া আর কারা অভিভাবকত্ব দাবি করতে পারবেন তা স্পষ্ট করা হয়নি। এ আইনের মধ্য দিয়ে শিশু বিয়ে বৈধতা পেয়েছে। বাংলাদেশে বাল্য বিবাহের গড় হার ৬৬ শতাংশ উল্লেখ করে বক্তারা বলেন, বাংলাদেশে ১৫ বছর বয়স হওয়ার আগেই শতকরা ৩৯ শতাংশ মেয়ের এবং ১৮ বছরের মধ্যে ৭৪ শতাংশ মেয়ের বিয়ে হয়ে যায়। ১৫ বছরের কম বয়সী মেয়েদের বিয়ের এই হার বিশ্বে সর্বোচ্চ। এমন পরিস্থিতিতে নতুন আইন বাল্যবিবাহের হার আরও বাড়িয়ে দেবে। বক্তারা অবিলম্বে বাল্যবিবাহ নিরোধ আইন থেকে বিশেষ বিধান বাতিলের দাবি জানান। সংগঠনের সাধারণ সম্পাদক শম্পা বসুর সভাপতিত্বে সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি ইমরান হাবীব, প্রগতিশীল চিকিৎসক ফোরামের সদস্য ডা. মনিষা চক্রবর্তী, সংগঠনের সদস্য মুক্তা বাড়ৈ প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর