Bangladesh Pratidin

ঢাকা, মঙ্গলবার, ২২ আগস্ট, ২০১৭

ঢাকা, মঙ্গলবার, ২২ আগস্ট, ২০১৭
প্রকাশ : শনিবার, ৪ মার্চ, ২০১৭ ০০:০০ টা আপলোড : ৪ মার্চ, ২০১৭ ০২:৫৩
রাঁধুনী সম্মাননায় ভূষিত তিন নারী
সাংস্কৃতিক প্রতিবেদক

নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিন নারী পেলেন ‘রাঁধুনী কীর্তিমতি সম্মাননা ২০১৬’। সম্মাননাপ্রাপ্ত নারীরা হলেন : লাইলী বেগম, রমা চৌধুরী ও নুরুন্নাহার বেগম।

সমাজের নানা অসঙ্গতি-অনিয়ম, বৈষম্য-বঞ্চনার দিকগুলো নিরলসভাবে নিজের লেখায় তুলে আনার জন্য কুড়িগ্রামের একমাত্র নারী সাংবাদিক লাইলী বেগমকে প্রদান করা হয় এই পুরস্কারের কীর্তিমতি সাংবাদিকের সম্মাননা। দেশের মানুষের কাছে স্বাধীনতার বাণী পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে নিরলস কাজ করা রমা চৌধুরীকে প্রদান করা হয় কীর্তিমতি হিতৈষী সম্মাননা ও একক প্রচেষ্টায় নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে নিজে এবং আরও ১২০০ নারীর কর্মসংস্থান ও ক্ষমতায়নে অসামান্য অবদানের জন্য পাবনার ঈশ্বরদীর নারী কৃষাণী পেয়েছেন কীর্তিমতি উদ্যোক্তা সম্মাননা। গতকাল সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে এই কৃতী নারীদের হাতে সম্মাননা স্মারক ও চেক তুলে দেন দৈনিক কালের কণ্ঠ সম্পাদক ও কথাশিল্পী ইমদাদুল হক মিলন, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)-এর সভাপতি নিহাদ কবির এবং জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান করভি রাখসান্দ। স্বাগত বক্তৃতা করেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। সম্মাননার জন্য গঠিত নির্বাচক প্যানেলের পক্ষ থেকে বক্তব্য রাখেন সমকাল সম্পাদক গোলাম সারওয়ার।

এই পাতার আরো খবর
up-arrow