শনিবার, ৪ মার্চ, ২০১৭ ০০:০০ টা

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ অধিকার আদায়ের সূচনা করে : রিয়াজুল

নিজস্ব প্রতিবেদক

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেছেন, ১৯৭১ সালের অগ্নিঝরা মার্চ বাঙালি জাতির স্মরণীয় অধ্যায়। সে কারণে ৭ মার্চ বঙ্গবন্ধুর তেজোদীপ্ত ঐতিহাসিক ভাষণ জাতির অধিকার আদায়ের নতুন অধ্যায়ের সূচনা করে। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কাজী রিয়াজুল হক বলেন, মুক্তিসংগ্রামের অগ্রদূত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নির্যাতিত নিপীড়িত জনতার পাশে দাঁড়িয়ে ঘোষণা করেছিলেন ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’। বঙ্গবন্ধু ভাগ্যহত অসহায় মানুষ, নির্যাতিত-অবহেলিত নারী, বঞ্চিত দরিদ্র কৃষক-শ্রমিক, মেহনতি মানুষের অধিকার আদায়ের সংগ্রামে বলিষ্ঠ নেতৃত্ব দিয়েছিলেন। তিনি আরও বলেন, মানবাধিকার ফাউন্ডেশন মানব জীবনের অধিকার আদায়, মর্যাদা বৃদ্ধি, মানুষের নিরাপত্তা এবং মানবাধিকার সুরক্ষার জন্য জাতীয় ও আন্তর্জাতিকভাবে কাজ করে যাচ্ছে। সংগঠনের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবদুর রহিম খান এতে সভাপতিত্ব করেন।

সর্বশেষ খবর