রবিবার, ৫ মার্চ, ২০১৭ ০০:০০ টা

গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপির লিফলেট বিতরণ

আজ ৩৪ স্থানে থাকবেন কেন্দ্রীয় নেতারা

নিজস্ব প্রতিবেদক

গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে বিএনপি। ঘোষণা অনুযায়ী প্রথম দিন গতকাল রাজধানীর শাহবাগ এলাকায় এ কর্মসূচি করা হয়েছে। দলের বেশ কয়েকজন সিনিয়র নেতা এ সময় উপস্থিত ছিলেন। আজ রবিবার নেতাদের নেতৃত্বে ৩৪টি স্থানে এ কর্মসূচি করা হবে। এ প্রসঙ্গে বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীর ৩৫টি স্থানে ৩০ জন কেন্দ্রীয় নেতার নেতৃত্বে গণসংযোগ ও লিফলেট বিতরণের সিদ্ধান্ত হয়েছে। দলের সিদ্ধান্তের অংশ হিসেবে শনিবার শাহবাগ এলাকায় এ কর্মসূচি হয়েছে। আজ রবিবার বাকি ২৯ নেতার নেতৃত্বে এ কর্মসূচি করা হবে। বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জে এম জাহিদ হোসেনের নেতৃত্বে শাহাবাগ আজিজ সুপার মার্কেট হতে শাহাবাগ মোড়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সাকুরা মার্কেট, হাবিবুল্লাহ সড়কে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। এ সময় ডা. জাহিদ বলেন, এ কর্মসূচি পালনে মানুষের ব্যাপক সাড়া পেয়েছি।

 বিশেষ করে বাসযাত্রীদের যখন লিফলেট দিয়েছি তখন তারা বিএনপির এ উদ্যোগের প্রশংসা করেছে। হেঁটে হেঁটে আমরা প্রায় সাত হাজার লিফলেট বিতরণ করেছি। এ কর্মসূচিতে তার সঙ্গে ছিলেন বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, শাহাবাগ থানা বিএনপি সদস্য সচিব এম এ হান্নান, যুগ্ম-আহ্বায়ক সাহাব উদ্দিন আহমেদ মিন্টু, যুবদলের শহিদুল ইসলাম খোকন, ড্যাব নেতা ডা. সাইফুল ইসলাম সেলিম, ডা. এহেতশামুল হক তুহিন, ডা. মিজানুর রহমান কাওসার, ডা. মোফাখারুল ইসলাম রানা, ডা. সাইফ উদ্দিন নেসার আহমেদ তুষার, ডা. মো. শামীউল আলম সুহান, ডা. আমিরুল ইসলাম, ডা. রুস্তম আলী মধু, ডা. জাভেদ, ডা. আতিক, ডা. মোশাররফ প্রমুখ।

জানা যায়, আজ বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান নিউমার্কেট, ব্যারিস্টার শাহজাহান ওমর গুলশান-২, মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম সায়েদাবাদ বাস টার্মিনাল, চৌধুরী কামাল ইবনে ইউছুফ কাকলী, মোহাম্মদ শাজাহান নতুন বাজার, আবদুল আউয়াল মিন্টু কারওরান বাজার, শওকত মাহমুদ জাতীয় প্রেস ক্লাব, সেলিমা রহমান গুলশান-১, মেজর (অব.) রুহুল আলম চৌধুরী বনানী মার্কেট, মীর মোহাম্মদ নাছির উদ্দিন মহাখালী, ইনাম আহমেদ চৌধুরী আজমপুর, শামসুজ্জামান দুদু খিলক্ষেত, অ্যাডভোকেট জয়নাল আবেদীন কোর্ট এলাকা, অ্যাডভোকেট আহমেদ আজম খান সদরঘাট, চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান মতিঝিল শাপলা চত্বর, আমান উল্লাহ আমান গাবতলী, আতাউর রহমান ঢালী গুলিস্তান, হাবিবুর রহমান হাবিব বায়তুল মোকাররম, লুত্ফর রহমান খান আজাদ মিরপুর-১, মিজানুর রহমান মিনু কল্যাণপুর, গোলাম আকবর খন্দকার ফার্মগেট, জয়নুল আবেদীন ফারুক মিরপুর-১০, আবুল খায়ের ভূইয়া মিরপুর-১১ (পল্লবী), অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি রাজলক্ষ্মী মার্কেট, কবির মুরাদ চকবাজার, হেলালুজ্জামান তালুকদার খিলগাঁও, মনিরুল হক চৌধুরী জুরাইন গোরস্তান, অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার শান্তিনগর, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ নয়াপল্টন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন মোহাম্মদপুর টাউন হল, মজিবর রহমান সরোয়ার শাহজাহানপুর, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল আসাদ গেট, খায়রুল কবির খোকন যাত্রাবাড়ী, হারুন অর রশিদ মাটিকাটা এলাকায় লিফলেট বিতরণ করবেন।

সর্বশেষ খবর