রবিবার, ৫ মার্চ, ২০১৭ ০০:০০ টা

বিদেশিদের স্বার্থ রক্ষায় রামপালে বিদ্যুৎকেন্দ্র

-------------- আনু মোহাম্মদ

নিজস্ব প্রতিবেদক, খুলনা

তেল-গ্যাস-বিদ্যুৎ খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মোহাম্মদ বলেছেন, রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণের মাধ্যমে দক্ষিণাঞ্চলে বিদ্যুৎ উৎপাদন ও কর্মসংস্থান সৃষ্টি মূল লক্ষ্য নয়। দেশি-বিদেশি গোষ্ঠীর স্বার্থ রক্ষার জন্য সরকার এই প্রকল্প বাস্তবায়ন করছে। গতকাল দুপুরে রামপাল বিদ্যুৎকেন্দ্রসহ সুন্দরবন বিনাশী সব প্রকল্প বাতিলের দাবিতে খুলনায় অনুষ্ঠিত উপকূলীয় জেলাসমূহের সমন্বয় কমিটির সভায় তিনি এসব কথা বলেন। সভায় আগামী মাসে খুলনায় মহাসমাবেশের বিষয়ে আলোচনা করা হয়।

এ সময় অধ্যাপক আনু মোহাম্মদ বলেন, ‘ভারত ও চীনসহ উন্নত বিশ্ব এই ধরনের পরিবেশ বিধ্বংসী প্রকল্প থেকে সরে আসছে সেখানে বাংলাদেশ পরিবেশ ধ্বংসকারী এই বিদ্যুৎকেন্দ্র চালুর বিষয়ে মাস্টার প্ল্যান করছে। যা আগামী প্রজন্মের জন্য অত্যন্ত ভয়াবহ হবে।’

সর্বশেষ খবর