রবিবার, ৫ মার্চ, ২০১৭ ০০:০০ টা

হরিণের আক্রমণে হাত ভেঙে অ্যানিমেল কিপার হাসপাতালে

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে শাম্বার হরিণের আক্রমণে অ্যানিমেল কিপার মো. রোকনুজ্জামানের দুই হাত ভেঙে গেছে। বর্তমানে তিনি ঢাকার জাতীয় অর্থোপেডিক (পঙ্গু) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহাবুদ্দিন জানান, গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে কয়েকদিন আগে খাবার দেওয়ার উদ্দেশ্যে হরিণের পার্কের গেট খুলতে যান অ্যানিমেল কিপার রোকনুজ্জামান। এ সময় কোনো কিছু বুঝে ওঠার আগেই একটি পুরুষ শাম্বার হরিণ ক্ষিপ্রগতিতে রোকনুজ্জামানের ওপর আক্রমণ চালায়।এতে হরিণের শিংয়ের আঘাতে তার এক হাতের রেডিও-আলনা এবং অপর হাতের কব্জি ভেঙে যায়। পরে তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে ঢাকার জাতীয় অর্থোপেডিক (পঙ্গু) হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েক দফা তার হাতের অপারেশন করা হয়েছে। গতকাল বিকাল পর্যন্ত তিনি ওই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শাম্বার হরিণগুলো এমনিতেই একটু হিংস্র প্রকৃতির হয়। আর প্রজনন মৌসুমে এগুলো আরও বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে। সাফারি পার্কে চারটি শাম্বার হরিণ রয়েছে। এরমধ্যে দুটি পুরুষ ও দুটি মাদি জাতের।

সর্বশেষ খবর