Bangladesh Pratidin

প্রকাশ : রবিবার, ৫ মার্চ, ২০১৭ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ৫ মার্চ, ২০১৭ ০২:২৫
হাই কোর্ট ঘেরাওয়ের হুমকি ওলামা লীগের
নিজস্ব প্রতিবেদক

হাই কোর্টের সামনে গ্রিক দেবীর মূর্তি অপসারণের দাবি জানিয়েছে আওয়ামী ওলামা লীগ। পাশাপাশি আগামী ১৫ দিনের মধ্যে মূর্তি অপসারণ করা না হলে হাই কোর্ট ঘেরাও করার হুমকি দিয়েছে সংগঠনটি। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে ওলামা লীগ এ হুঁশিয়ারি দেয়। বক্তব্য দেন ওলামা লীগের সভাপতি মুহাম্মদ আখতার হুসাইন বুখারী, সাধারণ সম্পাদক কাজী মাওলানা মুহম্মদ আবুল হাসান শেখ শরীয়তপুরী, সম্মিলিত ইসলামী গবেষণা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা মুহম্মদ আবদুস সাত্তার প্রমুখ।

up-arrow