শিরোনাম
সোমবার, ৬ মার্চ, ২০১৭ ০০:০০ টা

সাবেক দুই সিভিল সার্জনসহ চারজনের বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র

নিজস্ব প্রতিবেদক

বরিশালের সাবেক দুই সিভিল সার্জনসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দিচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল দুদকের বোর্ডসভায় এ অভিযোগপত্র অনুমোদন দেওয়া হয়। এ ছাড়া অপর এক অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কমিশনার নাসির উদ্দিনকে অর্থ আত্মসাতের অভিযোগে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিষয় দুটি বাংলাদেশ প্রতিদিনকে নিশ্চিত করেছেন দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য।দুদক সূত্র জানায়, স্বাস্থ্য অধিদফতরের অনুমোদন ছাড়াই ভুয়া অনুমোদনপত্রে নির্ধারিত দরের চেয়ে বেশি দাম দেখিয়ে ওষুধ ও চিকিৎসা সামগ্রী কেনার মাধ্যমে প্রায় এক কোটি টাকা আত্মসাৎ করার মামলায় কমিশন এ অভিযোগপত্র দিচ্ছে। এ অভিযোগে গত বছর মার্চে বরিশালের কোতোয়ালি থানায় মামলা করে দুদক। যাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হচ্ছে তারা হলেন বরিশালের সাবেক সিভিল সার্জন ডা. মো. খায়রুল আলম ও ডা. আফতাব উদ্দিন আহমেদ, বরিশালের সাবেক জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. হাবিবুর রহমান এবং ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স মাদারীপুর মেডিসিন সাপ্লায়ার্সের মালিক মো. সাইদুর রহমান খান। মামলার অভিযোগপত্রে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে স্বাস্থ্য অধিদফতরের অনুমোদন ছাড়াই বিলের ভুয়া অনুমোদনপত্র তৈরি করেন।

এনবিআরের সাবেক কমিশনারকে জিজ্ঞাসাবাদ : জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কমিশনার নাসির উদ্দিনকে অর্থ আত্মসাতের অভিযোগে জিজ্ঞাসাবাদ করছে দুদক। গতকাল দুদকের প্রধান কার্যালয়ে এক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। ২০১৪ থেকে ২০১৬ সালে এনবিআর সংযুক্ত আরব আমিরাতের ফ্লাই দুবাই এয়ারলাইনসে তাদের সুবিধার্থে বিধিবহির্ভূতভাবে চারটি বিলাসবহুল গাড়ি আমদানি করে। এতে সরকারের ৩৪ কোটি টাকার বেশি রাজস্ব ক্ষতি হয়। এ ঘটনায় সংশ্লিষ্টতার দায়ে এনবিআরের সাবেক কমিশনার নাসির উদ্দিনকে গতকাল বেলা সাড়ে ৩টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর