মঙ্গলবার, ৭ মার্চ, ২০১৭ ০০:০০ টা

হেফাজত নেতাদের বিরুদ্ধে পরোয়ানায় নিন্দা-প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

হেফাজত নেতাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতারা। গতকাল চট্টগ্রাম মহানগর হেফাজতের প্রচার সম্পাদকের পাঠানো এক বিবৃতিতে ‘প্রয়োজনে আরেকটি শাপলা চত্বর হবে’ জানিয়ে হুঁশিয়ারিও দিয়েছেন হেফাজতের নেতারা। বিবৃতিতে তারা বলেন, দেশের সর্বোচ্চ আদালতের সামনে গ্রিক মূর্তি স্থাপন করে এদেশের মুসলমানদের ইমান, আকিদা ও এবাদত নষ্ট করার ষড়যন্ত্র চলছে। যখন ইসলাম বিদ্বেষী ষড়যন্ত্রের বিরুদ্ধে আলেম সমাজ ও তাওহিদি জনতা হেফাজত নেতাদের নেতৃত্বে আন্দোলন সংগ্রামে সোচ্চার, তখন হেফাজত নেতাদের কণ্ঠরোধ করতেই ভিত্তিহীন ও মিথ্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। মূলত, গ্রিক মূর্তি ইস্যু ধামাচাপা দিতেই গ্রেফতারি পরোয়ানা জারি করেছে সরকার। হেফাজতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করতে হবে, অন্যথায় দেশব্যাপী আন্দোলন গড়ে তোলা হবে। বিবৃতি দাতাদের মধ্যে রয়েছেন—হেফাজতের সিনিয়র নায়েবে আমির আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ বাবুনগরীসহ হেফাজত নায়েবে আমির আল্লামা শামছুল আলম প্রমুখ।

সর্বশেষ খবর