মঙ্গলবার, ৭ মার্চ, ২০১৭ ০০:০০ টা

আয়কর ক্যাম্প চালুর নির্দেশ দিলেন এনবিআর চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক

জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান কর প্রশাসনের কর্মকর্তাদের সারা দেশে ‘আয়কর ক্যাম্প’ চালু করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, করসেবা জনগণের আরও কাছাকাছি পৌঁছে দিতে হবে। তাই প্রাথমিকভাবে ঢাকার সব কর অঞ্চলে আয়কর ক্যাম্প চালু করতে হবে। পর্যায়ক্রমে সারা দেশে আয়কর ক্যাম্প করা হবে। গতকাল ঢাকার কর অঞ্চল-৩ পরিদর্শনে গিয়ে কর্মকর্তাদের এই নির্দেশনা দিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব নজিবুর রহমান। গতকাল এনবিআরের প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য উল্লেখ করে আরও বলা হয়— এনবিআর চেয়ারম্যান কর্মকর্তাদের বলেছেন, আমরা করজালের আওতা বাড়াতে করসেবাকে আরও অধিকতর সহজ করতে কাজ করছি। জনগণকে দ্রুত করসেবা দেওয়ার জন্য আয়কর মেলা, আয়কর সপ্তাহের মতো আয়কর ক্যাম্প করা হবে। আয়কর ক্যাম্প থেকে সম্মানিত করদাতারা মেলার মতো উৎসবমুখর পরিবেশে সব ধরনের করসেবা পাবেন।

সর্বশেষ খবর