বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০১৭ ০০:০০ টা

নারীর ক্ষমতায়নে শেখ হাসিনা বিশ্বের রোল মডেল

---------- এনামুল হক শামীম

কুমিল্লা প্রতিনিধি

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম বলেছেন, নারীর ক্ষমতায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের রোল মডেল। নারীর শিক্ষা, ক্ষমতায়নে বিশ্বের যে কোনো দেশকে ছাড়িয়ে বাংলাদেশ। এ দেশের প্রধানমন্ত্রী, স্পিকার, সংসদ উপনেতা, বিরোধী দল নেতা নারী। আপিল ডিভিশনের বিচারপতি, পাইলট, পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ, প্রশাসনের সর্বস্তরে নারী নেতৃত্ব দিচ্ছে। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে নারী মেয়র। কুমিল্লা সিটিতে একজন নারীকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। নারীর ক্ষমতায়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ গত বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্ল্যানেট ৫০-৫০ পুরস্কারে ভূষিত করেছে জাতিসংঘের অঙ্গসংগঠন ‘ইউএন ওম্যান’। গতকাল বিকালে জেলা মহিলা আওয়ামী লীগ আয়োজিত নারী দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জেবেদা খাতুন পারুলের সভাপতিত্বে ও কহিনুর বেগমের পরিচালনায় বক্তব্য দেন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা, মহিলা লীগের কেন্দ্রীয় সভাপতি সাফিয়া খাতুন, সাধারণ সম্পাদক মাহমুদা ক্রিক প্রমুখ।

১৪ দল ও পেশাজীবী সংগঠনের নেতাদের সঙ্গে সমন্বয় বৈঠক : এদিকে সন্ধ্যায় জেলা ১৪ দলের নেতাদের সঙ্গে সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমার পক্ষে কাজ করতে সমন্বয় বৈঠক করেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম। এ সময় জেলা জাসদের অধ্যক্ষ শফিকুর রহমান, কাজী ফাইমুল হক, সামব্যাদী দলের আবু তাহের, ন্যাপের জাকির হোসেন, মোহাম্মদ আলী ফারুক, কমিউনিস্ট কেন্দ্রের আনোয়ার হোসেন, খায়রুল আজিম শিমুল, আওয়ামী লীগের ওমর ফারুক, শফিকুল ইসলাম, জাকির হোসেন, আরফানুল হক রিফাত, পার্থ সারথী দত্ত, জাহাঙ্গীর, সাজ্জাদ হোসেন, শাহীনুল ইসলাম, আওয়ামী লীগের সাবেক সহ-সম্পাদক সাইফউদ্দীন নাসির, জহির সিকদার। এর আগে স্বাধীনতা চিকিৎসক পরিষদ—স্বাচিপ ও বিএমএ নেতাদের সঙ্গে বৈঠক করেন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক। এ সময় বক্তব্য দেন ডা. শহিদুল্লা, ডা. আবদুল বাকী, ডা. মোরশেদ আলম, ডা. হাসিবুর রহমান পলাশ প্রমুখ। বৈঠকে ঐক্যবদ্ধভাবে সিটি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আঞ্জুম সুলতানা সীমার পক্ষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নেতারা।

সর্বশেষ খবর