বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০১৭ ০০:০০ টা

ইউএস-বাংলার ঢাকা-সিঙ্গাপুর ফ্লাইট আজ থেকে

নিজস্ব প্রতিবেদক

ইউএস-বাংলা এয়ারলাইনস আজ থেকে ঢাকা-সিঙ্গাপুর ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে। প্রাথমিকভাবে সপ্তাহে চার দিন ঢাকা থেকে সিঙ্গাপুরে এই ফ্লাইট চলবে। গতকাল সংস্থাটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। ঢাকা থেকে সিঙ্গাপুর পর্যন্ত রিটার্ন ভাড়া ২৪ হাজার ৪৯৯ টাকা। এতে ট্যাক্স ও সারচার্জ অন্তর্ভুক্ত। প্রাথমিকভাবে ঢাকা থেকে রবি, মঙ্গল, বৃহস্পতি ও শুক্রবার রাত ১১টায় সিঙ্গাপুরের উদ্দেশে ছেড়ে যাবে এবং সিঙ্গাপুরের স্থানীয় সময় ভোর ৫টা ১৫ মিনিটে পৌঁছাবে। এ ছাড়া সিঙ্গাপুর থেকে সোম, বুধ, শুক্র ও শনিবার স্থানীয় সময় সকাল ৬টা ১৫ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে এবং সকাল ৮টা ৩০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। প্রতিষ্ঠানটি জানায়, খুব শিগগিরই ব্যাংকক রুটে ফ্লাইট পরিচালনা শুরু করবে তারা। এ ছাড়া চলতি বছরের মধ্যে দোহা, গুয়াংজু ও ভুটান রুটেও ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে। বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইনস ঢাকা থেকে কুয়ালালামপুর, মাস্কাট, কলকাতা ও কাঠমান্ডু রুটে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করছে। এ ছাড়া অভ্যন্তরীণ বিভিন্ন রুটেও নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে কোম্পানিটি।

সর্বশেষ খবর