Bangladesh Pratidin

প্রকাশ : শুক্রবার, ১০ মার্চ, ২০১৭ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১০ মার্চ, ২০১৭ ০২:৩২
শিশুমানস গঠনে সাংস্কৃতিক চর্চা বৃদ্ধির আহ্বান
নিজস্ব প্রতিবেদক

পড়াশোনার পাশাপাশি শিশুদের মানস গঠনে সাংস্কৃতিক চর্চায় উৎসাহিত করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন। তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি শিশুদের চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও গানের মতো সাংস্কৃতিক চর্চা বৃদ্ধি করতে হবে। জঙ্গিবাদ প্রতিরোধেও সাংস্কৃতিক চর্চার ভূমিকা অপরিসীম। আমরা যত দ্রুত উপলব্ধি করতে পারব, তত দ্রুত শিশুদের ভবিষ্যৎ সুন্দর হয়ে উঠবে। গতকাল বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে তিন দিনব্যাপী শিশু চিত্রপ্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। চারুলয় একাডেমি আয়োজিত এ অনুষ্ঠান উদ্বোধন করেন আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল। একাডেমির প্রিন্সিপাল বিদূষী খান, পরিচালক শাহীনূর আক্তার প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

up-arrow