রবিবার, ১২ মার্চ, ২০১৭ ০০:০০ টা

জলবায়ুর ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ বদ্ধপরিকর

---------- জ্যাকব

নিজস্ব প্রতিবেদক

পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, জলবায়ুর ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ বিশ্বের মধ্যে একটি রোল মডেল। গতকাল জার্মানির ফ্রাইবার্গ শহরে পরিবেশবিষয়ক ষষ্ঠ আন্তর্জাতিক কনভেনশনে তিনি এ কথা বলেন।

উপমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ বদ্ধপরিকর। বাংলাদেশই বিশ্বের মধ্যে প্রথম দেশ হিসেবে নিজস্ব অর্থায়নে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড গঠন করে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। বর্তমান ও ভবিষ্যৎ নাগরিকের জন্য পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়নকল্পে প্রাকৃতিক সম্পদ, জীববৈচিত্র্য, জলাভূমি, বন ও বন্যপ্রাণীর সংরক্ষণ ও নিরাপত্তা বিধান নিশ্চিত করা হয়েছে। জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় জাতীয় সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন কৌশল ও কর্মপরিকল্পনায় খাদ্য নিরাপত্তা, সামাজিক সুরক্ষা ও স্বাস্থ্য, সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা, অবকাঠামো নির্মাণ, গবেষণা ও জ্ঞান ব্যবস্থাপনা, কার্বন নিঃসরণ প্রশমন এবং প্রাতিষ্ঠানিক সামর্থ্য গড়ে তোলা ও জোরদারকরণে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। তিনি বলেন, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং কার্বন নিঃসরণের ক্ষতিকর প্রভাব হ্রাস করার লক্ষ্যে বৃক্ষরোপণ, বনভূমি বনায়নের আওতায় আনা হয়েছে। জ্বালানি কাঠের ব্যবহার এবং কার্বন নিঃসরণ হ্রাস করার জন্য বায়োগ্যাস প্লান্ট স্থাপন, উন্নত চুলা বিতরণ করা হয়েছে এবং প্রত্যন্ত এলাকায় বিদ্যুতের চাহিদা মেটাতে সোলার হোমসিস্টেম স্থাপন করা হয়েছে।

সর্বশেষ খবর