রবিবার, ১২ মার্চ, ২০১৭ ০০:০০ টা

আজ পুরান ঢাকার কেমিক্যাল কারখানায় অভিযান

নিজস্ব প্রতিবেদক

গাড়ির পর এবার কেমিক্যাল কারখানার বিরুদ্ধে অভিযানে নামছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আজ সকাল ১০টায় নগর ভবনে এ অভিযান উদ্বোধন করবেন মেয়র সাঈদ খোকন। পুরান ঢাকায় প্রায় ৪০০ অবৈধ কেমিক্যাল কারখানা রয়েছে বলে ডিএসসিসির কাছে তথ্য আছে। এসব কারখানার কোনোটির ট্রেড লাইসেন্স নেই, কোনোটির আবার নেই ফায়ার সার্ভিসের লাইসেন্স। কোনোটির ট্রেড লাইসেন্স থাকলেও মেয়াদ নেই। কোনোটি আবার অন্য ব্যবসার নাম দিয়ে কেমিক্যাল গুদাম করে বসে আছে। ডিএসসিসির এ অভিযানে পুরান ঢাকার যেসব কেমিক্যাল কারখানার বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাবে সেগুলোর ধরন অনুযায়ী কোনো কোনো কারখানা বন্ধ করে দেওয়া হতে পারে।

প্রাথমিকভাবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের ইসলামবাগ, শহীদনগর ও চকবাজারের অবৈধ কারখানার বিরুদ্ধে অভিযান পরিচালিত হবে। এ অঞ্চলেই রয়েছে ২১টি অবৈধ কেমিক্যাল কারখানা। এগুলোর ট্রেড ও ফায়ার লাইসেন্স নেই।

সর্বশেষ খবর