শিরোনাম
রবিবার, ১২ মার্চ, ২০১৭ ০০:০০ টা

রাজধানীতে যুবদল নেতাসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে পৃথক অভিযানে কক্সবাজার জেলার যুবদল নেতাসহ ৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে এক কেজি হেরোইন ও এক লাখ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। গতকাল দুপুরে এসব বিষয়ে জানাতে ঢাকা মহানগর

পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে যুগ্ম-কমিশনার (ডিবি) আবদুল বাতেন বলেন, শুক্রবার সন্ধ্যায় ক্যান্টনমেন্ট ও শাহজাহানপুর এলাকা থেকে এক কেজি হেরোইনসহ চার মাদক ব্যবসায়ী আক্তারুজ্জামান ওরফে বকুল, জহুরুল ইসলাম, রিতা বেগম ও জাহানারাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, দেশের সীমান্তবর্তী রাজশাহীর গোদাগাড়ী থেকে হেরোইন কিনে এনে ঢাকায় বিক্রি করত। এ ছাড়া শুক্রবার বিকালে গেণ্ডারিয়ার স্বামীবাগ থেকে এক লাখ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কাউন্টার টেররিজম ইউনিট (সিটি)। তারা হলেন— কক্সবাজার জেলার যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন এবং কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শীপক মল্লিক ওরফে বুরং। তারা টেকনাফ থেকে প্রাইভেটকারে ইয়াবা ট্যাবলেট এনে ঢাকায় বিক্রি করত। এদিকে, ডিএমপির ডিসি (মিডিয়া) মাসুদুর রহমান বলেন, শুক্রবার ভোর ৬টা থেকে গতকাল ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১০৬৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৪২৪ গ্রাম ও ২৪৫ পুরিয়া হেরোইন, ৪ কেজি ২০০ গ্রাম গাঁজা, ১৫ বোতল ফেনসিডিল, বিয়ার ১৫০ ক্যান ও ১৪৫ পিস ইনজেকশন জব্দ করা হয়।

সর্বশেষ খবর