রবিবার, ১২ মার্চ, ২০১৭ ০০:০০ টা

বড় দুঃখ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারিনি : এরশাদ

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘আমার জীবনের বড় দুঃখ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারিনি। ক্ষমতায় থাকা অবস্থায় ২৫ মার্চকে গণহত্যা দিবস পালন করে যেতে পারিনি। বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে ঘোষণা করে যেতে পারিনি। এটাও আমার বড় দুঃখ।’

জাতীয় সংসদের চতুর্দশ ও শীতকালীন অধিবেশনে গতকাল ২৫ মার্চ গণহত্যা দিবসের প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে এরশাদ এ কথা বলেন। সাবেক এই রাষ্ট্রপতি আরও বলেন, ‘আমি মুক্তিযুদ্ধ করতে পারিনি, কিন্তু মুক্তিযোদ্ধাদের জন্য অনেক বড় বড় কাজ করেছিলাম। মুক্তিযোদ্ধারা সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান ঘোষণা করেছিলাম।’ বঙ্গবন্ধুর অবদানের কথা স্বীকার করে এরশাদ বলেন, ‘তিনি আমাদের জাতির পিতা। তার জন্ম না হলে আমি সেনাপ্রধান হতে পারতাম না। রাষ্ট্রপতিও হতে পারতাম না।’

হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, ‘২৫ মার্চ কালরাতের মাস, গণহত্যার মাস। রক্তের বন্যা বয়ে গিয়েছিল সেদিন। আমার বিশ্বাস, এই সংসদে দিবসটি পাস হবে এবং আন্তর্জাতিকভাবে এর স্বীকৃতি লাভ হবে।’

সর্বশেষ খবর