রবিবার, ১২ মার্চ, ২০১৭ ০০:০০ টা

১৯ ঘণ্টা পর সেই কিশোর উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে অপহরণ হওয়ার ১৯ ঘণ্টা পর এ এস এম রওনাকুর সালেহীন শুভ (১৭) নামে এক কিশোরকে উদ্ধার করেছে র‌্যাব-১। গত শুক্রবার দিনগত রাতে তাকে ধানমণ্ডি এলাকা থেকে উদ্ধার করা হয়। র‌্যাব জানিয়েছে, তার বাবা আবদুর রাজ্জাক সেনাবাহিনীতে কর্মরত। ঘটনার বর্ণনায় র‌্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক মো. মাইনুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে জানান, শুক্রবার সকালে কোনো এক কাজে বাসা থেকে বের হলেই শুভকে অপহরণ করে দুর্বৃত্তরা। পরে শুভর ব্যবহৃত মোবাইল ফোন থেকেই তার বাবাকে একটি এসএমএস করে অপহরণ চক্রটি। এ সময় তারা তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে, নয়তো শুভকে জঙ্গি বানানো কিংবা মেরে ফেলার হুমকি দেয়। এরপরই বিষয়টি র‌্যাবকে জানান শুভর বাবা। র‌্যাব শুভর মোবাইল ফোন নম্বরে ট্র্যাকিং করে অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে। সে অনুযায়ী রাত ১২টার দিকে ধানমণ্ডি এলাকায় অভিযানে যায়। টের পেয়ে শুভকে ধানমণ্ডির ৪ নম্বর সড়কে ফেলে রেখে পালিয়ে যায় অপহরণকারীরা।

সর্বশেষ খবর