সোমবার, ১৩ মার্চ, ২০১৭ ০০:০০ টা

সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও দুখী মানুষ শেখ হাসিনা

—— ওমর ফারুক

লক্ষ্মীপুর প্রতিনিধি

বাংলাদেশ যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেছেন, ‘সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও দুখী মানুষ হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু আওয়ামী লীগের জনসভায় বোমা হামলা হয়, বিএনপির সভায় হয় না, আওয়ামী লীগের এমপিসহ নেতা-কর্মীদের হত্যা করা হয়, বিএনপির হয় না। সেজন্য দুঃখ-কষ্ট যার বেশি আল্লাহর রহমত তার উপর বেশি’। আগামী ১৪ মার্চ প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে গতকাল বিকাল ৩ টায় লক্ষ্মীপুরে জেলা যুবলীগ আয়োজিত এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে যুবলীগ চেয়ারম্যান এসব কথা বলেন। তিনি দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে আরও বলেন, রাজনীতি করতে হলে প্রথমে পরিবারকে সম্মান করতে হবে, রাজনীতি হচ্ছে সমঝোতার শিল্প, আমরা যারা সংগঠন করি আমাদের কাজ হচ্ছে বহুমাত্রিক, এর মধ্যে প্রথম কাজ হচ্ছে নেতা এবং কর্মীর মধ্যে সেতুবন্ধন তৈরি করা, প্রত্যেকটি সভাকে কর্মসূচির সভা, সম্প্রতি ও আত্মীয়তার সভা হিসেবে রুপান্তর করা। শেখ হাসিনাকে সফল রাষ্ট্রনায়ক ও বিশ্বনেত্রী আখ্যা দিয়ে তার সান্নিধ্যে থেকে পথ চলার আহ্বান জানান যুবলীগ চেয়ারম্যান। লক্ষ্মীপুরের টাউন হল মিলনায়তনে অনুষ্ঠিত সভায় জেলা যুবলীগের আহ্বায়ক এম সালাহ উদ্দিন টিপুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, এ কে এম শাহজাহান কামাল এমপি, যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, পৌরমেয়র আবু তাহের, জেলা যুবলীগের যগ্ম আহ্বায়ক শেখ জামান রিপন, বায়েজিদ ভূঁইয়াসহ কেন্দ্রীয় যুবলীগ নেতারা।

সর্বশেষ খবর