সোমবার, ১৩ মার্চ, ২০১৭ ০০:০০ টা

নবম ওয়েজ বোর্ড ঘোষণার দাবিতে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক

আগামী ১৮ মার্চের মধ্যে নবম ওয়েজ বোর্ড গঠন করা না হলে ১৯, ২০ ও ২১ মার্চ তিন ঘণ্টা করে কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন সাংবাদিক নেতারা। এ সময়ের মধ্যে কোনো সমাধান না এলে ২২ মার্চ প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে স্মারকলিপি নিয়ে মিছিল করা হবে। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে পূর্ব ঘোষণা অনুযায়ী সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যার বিচার এবং নবম ওয়েজ বোর্ড ঘোষণার দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করার সময় সাংবাদিক নেতাদের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

এ সময় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনজুরুল আহসান বুলবুল বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কোনো আশ্বাস না এলে ওই দিনই সচিবালয় ঘেরাও করা হবে। এ সময় আরও বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব ওমর ফারুক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ, সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, সাধারণ সম্পাদক মোরসালীন নোমানী প্রমুখ।

সর্বশেষ খবর