Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : সোমবার, ১৩ মার্চ, ২০১৭ ০০:০০ টা
আপলোড : ১৩ মার্চ, ২০১৭ ০১:৫৮

বিদ্রোহী প্রার্থী হওয়ায় তিনজনকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক

বিদ্রোহী প্রার্থী হওয়ায় তিনজনকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ

শৃঙ্খলাবিরোধী ও সংগঠনের স্বার্থ পরিপন্থী কর্মকাণ্ডে অংশ নেওয়ার অভিযোগে আওয়ামী লীগের তিন নেতাকে সাময়িক বহিষ্কার করেছে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ। গতকাল দলের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সাময়িক বহিষ্কৃতরা হলেন, সিলেট জেলা আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক আখতারুজ্জামান চৌধুরী জগলু, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুক্তাদির আহমদ ও কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলা আওয়ামী লীগের প্রাথমিক সদস্য মোহাম্মদ সোহেল।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিনজনেই সম্প্রতি উপজেলা নির্বাচনে সংগঠনের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে প্রার্থী ছিলেন। এ কারণে আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৬(ক) অনুচ্ছেদ অনুযায়ী কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ওপর অর্পিত ক্ষমতা অনুসারে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং এ সংক্রান্ত চিঠি গতকালই ডাকযোগে অভিযুক্তদের নিকট প্রেরণ করা হয়েছে। এ ছাড়াও সংগঠন থেকে কেন চূড়ান্তভাবে বহিষ্কার করা হবে না—এ বিষয়ে লিখিত জবাব আগামী ১৫ কার্যদিবসের মধ্যে জানাতে বলা হয়েছে।


আপনার মন্তব্য