বুধবার, ১৫ মার্চ, ২০১৭ ০০:০০ টা

২৮ মার্চ হাজির না হলে খালেদা জিয়ার জামিন বাতিল

নিজস্ব প্রতিবেদক

হঠাৎ অসুস্থ হওয়ায় আদালতে হাজির হতে পারেননি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এদিকে রাষ্ট্রদ্রোহসহ ১১ মামলায় বিএনপির চেয়ারপারসনকে ২৮ মার্চ হাজির হওয়ার নির্দেশ দিয়েছে আদালত। অন্যথায় তার জামিন বাতিল করা হবে বলে জানানো হয়েছে। গতকাল  ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এই আদেশ দেন। খালেদা জিয়ার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন মেজবাহ জানান, আগামী ২৮ মার্চ আদালতে হাজির না হলে খালেদা জিয়ার জামিন বাতিল করা হবে বলে জানিয়েছে আদালত। এ ছাড়া তার অনুপস্থিতিতে মামলার বিচার শুরু করা হবে বলেও আদালত জানিয়েছে।

এর আগে গতকাল সকালে খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া ও সৈয়দ জয়নাল আবেদিন মেজবাহ সাংবাদিকদের  জানান, হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় খালেদা জিয়া আদালতে যেতে পারছেন না। বিষয়টি উল্লেখ করে আদালতে সময় আবেদন করা হবে। খালেদা জিয়ার বিরুদ্ধে মামলাগুলোর মধ্যে রয়েছে মিরপুরের দারুসসালাম থানায় নাশকতার আটটি, রাষ্ট্রদ্রোহের একটি ও যাত্রাবাড়ী থানার দুটি মামলা। এসব মামলায় ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। পরে খালেদা জিয়া এসব মামলায় আদালতে হাজির হয়ে জামিন নেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর