বুধবার, ১৫ মার্চ, ২০১৭ ০০:০০ টা

হবিগঞ্জের ৪ শিশু হত্যা মামলা সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের চাঞ্চল্যকর ৪ শিশু হত্যা মামলা সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের আদেশ দেওয়া হয়েছে। গতকাল দুপুরে মামলার নির্ধারিত তারিখে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক প্রশান্ত কুমার বিশ্বাস এই আদেশ দেন। এর আগে সাক্ষ্য গ্রহণের জন্য কারাগারে থাকা মামলার প্রধান আসামি আবদুল আলী বাগালসহ ৫ আসামিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির করা হয়। বিচারক প্রশান্ত কুমার বিশ্বাস সাক্ষ্য গ্রহণ না করে মামলাটি সিলেট প্রেরণের আদেশ দেন। বাদী পক্ষের আইনজীবী ও চাঞ্চল্যকর এই মামলায় সরকার নিযুক্ত বিশেষ পিপি অ্যাডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী বিজন জানান, দেশের বিভিন্ন চাঞ্চল্যকর মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিষ্পত্তির জন্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তের প্রেক্ষিতে ৪ শিশু হত্যা মামলাটি সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করার আদেশ দেওয়া হয়েছে। তিনি আরও জানান, গত এক সপ্তাহে তিনটি তারিখে নিহত শিশুদের লাশের ময়নাতদন্তকারী চিকিৎসক আবু নাঈম মৃধা ও ডাক্তার দেবাশীষ দাশ, মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোকতাদির হোসেন ও ঘটনার সময়ে বাহুবল থানার ওসি মোশাররফ হোসেনসহ বিভিন্ন তারিখে ৪৩ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। আর দুজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ বাকি ছিল। প্রসঙ্গত, ২০১৬ সালের ১২ ফেব্রুয়ারি বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের ৪ শিশু খেলতে গিয়ে নিখোঁজ হয়। নিখোঁজের ৫ দিন পর ১৭ ফেব্রুয়ারি বাড়ির অদূরে বালিমাটিতে পুঁতে রাখা অবস্থায় তাদের লাশ উদ্ধার করে পুলিশ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর