বুধবার, ১৫ মার্চ, ২০১৭ ০০:০০ টা

তুষারঝড়ে লণ্ডভণ্ড আমেরিকা

আক্রান্ত তিন লাখ বাংলাদেশি

প্রতিদিন ডেস্ক

তুষারঝড়ে আক্রান্ত নিউইয়র্কসহ আমেরিকার বেশ কটি অঙ্গরাজ্যের ৩ লক্ষাধিক বাংলাদেশিসহ ৮৫ লাখের অধিক জনজীবন স্থবির হয়ে পড়েছে। নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভেনিয়া ও ভার্জিনিয়া অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। নিউইয়র্কের গভর্নর এন্ড্রু ক্যুমো সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন ঘরের বাইরে না যেতে। খবর এনআরবি নিউজের। নিউইয়র্ক, ফেয়ারফ্যাক্স, ফিলাডেলফিয়া, বস্টন সিটির সব পাবলিক স্কুলে ১৪ মার্চ মঙ্গলবার ছুটি ঘোষণা করা হয়েছে। নিউইয়র্কে শুধু পাতাল ট্রেন চলছে। নিউজার্সির নিউইয়র্কে এয়ারপোর্ট, জেএফকে, লাগোয়ার্ডিয়া, বস্টনে লগোন এয়ারপোর্টে ৫ হাজারের অধিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

 বলে ফেডারেল অ্যাভিয়েশন অথরিটি গতকাল সকালে জানায়। আবহাওয়া দফতরের তথ্যানুযায়ী, শিকাগো, ইন্ডিয়ানা, মিশিগানে আছড়ে পড়ার পর শৈত্যপ্রবাহ এগিয়ে আসছে নর্থ ক্যারোলিনা-ভার্জিনিয়া হয়ে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যসমূহে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর