Bangladesh Pratidin

ঢাকা, শনিবার, ১৮ নভেম্বর, ২০১৭

ঢাকা, শনিবার, ১৮ নভেম্বর, ২০১৭
প্রকাশ : বুধবার, ১৫ মার্চ, ২০১৭ ০০:০০ টা আপলোড : ১৪ মার্চ, ২০১৭ ২৩:২০
পৃথিবীকে বলতে হবে ‘সাবধান! বাংলাদেশের তরুণরা জেগেছে’
—শামীম ওসমান এমপি
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সংসদ সদস্য শামীম ওসমান (নারায়ণগঞ্জ-৪) গতকাল সানারপাড় রওশন আরা কলেজের একাডেমিক ভবনের ভিতপাথর স্থাপন করেছেন। এ উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তৃতাকালে তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘পিতা-মাতা ও গুরুজনদের দোয়ার ওপর ভরসা করে তোমাদের এগিয়ে যেতে হবে।

পৃথিবীকে বলতে হবে সাবধান! বাংলাদেশের তরুণ প্রজন্ম জেগে উঠেছে। ’ তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘তরুণরা বলবে আমরা আসছি, আমরা পৃথিবীর সর্বোন্নত রাষ্ট্রে পরিণত হব শেখ হাসিনার নেতৃত্বে। ’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান।

উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের হারুন-অর-রশিদ, আবদুল মতিন মাস্টার, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া, থানা যুবলীগর আহ্বায়ক ও নাসিক কাউন্সিলর মতিউর রহমান মতি, নাসিকের ওয়ার্ড কাউন্সিলর হাজী ওমর ফারুক, ইকবাল হোসেন, শাহজালাল বাদল ও আরিফুল হক হাসান; সানারপাড় আনন্দলোক স্কুলের গভর্নিং বডির সভাপতি আবদুর রহিম মেম্বার, যুবলীগ নেতা তোফায়েল হোসেন, মিজমিজি পশ্চিমপাড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান প্রমুখ।

এই পাতার আরো খবর
up-arrow