Bangladesh Pratidin

প্রকাশ : বুধবার, ১৫ মার্চ, ২০১৭ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১৪ মার্চ, ২০১৭ ২৩:২০
পৃথিবীকে বলতে হবে ‘সাবধান! বাংলাদেশের তরুণরা জেগেছে’
—শামীম ওসমান এমপি
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সংসদ সদস্য শামীম ওসমান (নারায়ণগঞ্জ-৪) গতকাল সানারপাড় রওশন আরা কলেজের একাডেমিক ভবনের ভিতপাথর স্থাপন করেছেন। এ উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তৃতাকালে তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘পিতা-মাতা ও গুরুজনদের দোয়ার ওপর ভরসা করে তোমাদের এগিয়ে যেতে হবে। পৃথিবীকে বলতে হবে সাবধান! বাংলাদেশের তরুণ প্রজন্ম জেগে উঠেছে।’ তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘তরুণরা বলবে আমরা আসছি, আমরা পৃথিবীর সর্বোন্নত রাষ্ট্রে পরিণত হব শেখ হাসিনার নেতৃত্বে।’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান।

উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের হারুন-অর-রশিদ, আবদুল মতিন মাস্টার, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া, থানা যুবলীগর আহ্বায়ক ও নাসিক কাউন্সিলর মতিউর রহমান মতি, নাসিকের ওয়ার্ড কাউন্সিলর হাজী ওমর ফারুক, ইকবাল হোসেন, শাহজালাল বাদল ও আরিফুল হক হাসান; সানারপাড় আনন্দলোক স্কুলের গভর্নিং বডির সভাপতি আবদুর রহিম মেম্বার, যুবলীগ নেতা তোফায়েল হোসেন, মিজমিজি পশ্চিমপাড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান প্রমুখ।

এই পাতার আরো খবর
up-arrow