বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০১৭ ০০:০০ টা

ইউনূসের বিরুদ্ধে শ্রম আদালতে মামলা

প্রতিদিন ডেস্ক

বকেয়া না পাওয়ার অভিযোগ তুলে ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ১০টি মামলা করেছেন গ্রামীণ টেলিকমের সাবেক ও বর্তমান ১০ কর্মী। খবর বিডিনিউজের।

মঙ্গল ও বুধবার মামলা ১০টি দায়ের করা হয় বলে ঢাকার তৃতীয় শ্রম আদালতের সেরেস্তাদার জামাল উদ্দিন জানিয়েছেন। গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ইউনূসের বিরুদ্ধে কয়েক মিলিয়ন ডলার বকেয়া পরিশোধ না করার অভিযোগ আনা হয়েছে মামলাগুলোয়। গ্রামীণ টেলিকমের মুনাফা কর্মীদের মধ্যে বণ্টনের বাধ্যবাধকতা থাকলেও তা দেওয়া হয়নি বলে মামলাকারী কর্মীদের অভিযোগ। শ্রম আদালতের আইনজীবী বেলাল হোসেন জানান, দেওয়ানি মামলাগুলোর সাতটি গতকাল ও তিনটি তার আগের দিন দায়ের হয়। মামলার বিবাদীদের মধ্যে গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আশরাফুল হাসানও রয়েছেন। তাদের জবাব চেয়ে আদালত সমন জারি করেছে বলে জানান আইনজীবী জসীম।

সর্বশেষ খবর