শুক্রবার, ১৭ মার্চ, ২০১৭ ০০:০০ টা

সড়ক দুর্ঘটনা টেকসই উন্নয়নের প্রতিবন্ধক

—জ্যাকব

সড়ক দুর্ঘটনা টেকসই  উন্নয়নের প্রতিবন্ধক

ভিয়েনতিয়েনে আন্তর্জাতিক সভায় সভাপতিত্ব করেন পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। বিজ্ঞপ্তি

পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, সড়ক দুর্ঘটনা টেকসই উন্নয়নের প্রতিবন্ধক। এতে আহত ও নিহত পরিবারগুলোকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। এ ছাড়া এ ঘটনায় বিভিন্ন দেশের জিডিপির প্রায় ২-৫ ভাগ অর্থনৈতিক ক্ষতি হচ্ছে।  তিনি গতকাল লাওপিডিয়ারের রাজধানী ভিয়েন তিয়েনে ‘টেকসই উন্নয়নে নিরাপদ সড়কের ভূমিকা’ শীর্ষক ১০ম আন্তর্জাতিক সম্মেলনের প্লেনারি সেশনে সভাপতির বক্তব্যে একথা বলেন। তিনি আরও বলেন, এই দুর্ঘটনা বন্ধে পরিবেশবান্ধব যানবাহন এবং নিরাপদ ও টেকসই যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আন্তর্জাতিক সম্প্রদায়কে গঠনমূলক ও উদ্যোগী ভূমিকা গ্রহণ করতে হবে। উপমন্ত্রী বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধকল্পে বাংলাদেশ সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। যেমন আইন প্রয়োগ, রাস্তা সম্প্রসারণ, চার লেনের রাস্তা নির্মাণ ইত্যাদি। এসব ব্যবস্থা গ্রহণের কারণে বাংলাদেশ সরকার সড়ক দুর্ঘটনার হার উল্লেখযোগ্যহারে কমাতে সক্ষম হয়েছে। বিজ্ঞপ্তি।

সর্বশেষ খবর