শুক্রবার, ১৭ মার্চ, ২০১৭ ০০:০০ টা

বসুন্ধরা আকর্ষণীয় বক্সে ফেসিয়াল টিস্যু বাজারে এনেছে

নিজস্ব প্রতিবেদক

নতুন নকশা করা বক্সে ফেসিয়াল টিস্যু বাজারে এনেছে বসুন্ধরা পেপার মিলস লিমিটেড। আধুনিক জীবনশৈলী ও অফিশিয়াল ডেকোরেশনের সঙ্গে মানানসই নানা ধরনের নকশার পাশাপাশি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবসের মোটিভ বা বিষয়বস্তুও স্থান পেয়েছে টিস্যুর বক্সে। ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের মোটিভ নিয়ে দুই ধরনের ফেসিয়াল টিস্যু বক্স বাজারে আনা হয়েছে। জাতীয় পতাকায় ব্যবহূত লাল-সবুজ রঙের প্রাধান্য রয়েছে বক্স দুটির নকশায়। এ ছাড়া ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগের বহিঃপ্রকাশ হিসেবে ব্যবহূত বিভিন্ন ইমোজি বা ইমোটিকন নিয়েও সিরিজ বক্স টিস্যু বাজারে ছাড়া হয়েছে। এর আগেও ফলমূলের ছবিসহ সিরিজ বক্স টিস্যু বাজারে এনেছে দেশের শীর্ষ ব্যবসায়ী গোষ্ঠী বসুন্ধরা গ্রুপের এই প্রতিষ্ঠানটি। গতকাল বসুন্ধরা আবাসিক এলাকায় বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার-২-তে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন বসুন্ধরা গ্রুপের কর্মকর্তারা। সংবাদ সম্মেলনে বসুন্ধরা গ্রুপের পরিচালক ইয়াশা সোবহান বলেন, ‘আমরা কেবল একটি নির্দিষ্ট গোষ্ঠীর ক্রেতা বা ভোক্তার জন্য পণ্য উৎপাদন করতে চাই না।

সর্বশেষ খবর