Bangladesh Pratidin

প্রকাশ : শুক্রবার, ১৭ মার্চ, ২০১৭ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১৭ মার্চ, ২০১৭ ০০:০২
তিন দফা দাবি জানিয়েছে ক্যাবল অপারেটর অ্যাসোসিয়েশন
নিজস্ব প্রতিবেদক

বীমা সুবিধাসহ অন্যান্য সুবিধা চেয়ে তিন দফা দাবি পেশ করেছে ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ঐক্য পরিষদ (কোয়াব)। গতকাল রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান কোয়াবের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম আনোয়ার পারভেজ। তিনি বলেন, দেশে টিভি চ্যানেলের সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। ক্যাবল অপারেটর পরিবারের কর্মী সংখ্যা এখন কয়েক হাজার। কিন্তু আমাদের কাজের জায়গায় সুযোগ-সুবিধার বিষয়ে কারো কোনো মাথাব্যথা নেই। আমরা বীমা সুবিধার জন্য আন্দোলন চালিয়ে গেলেও কেউ আমাদের ডাকে সাড়া দেয়নি।

তাই বীমা সুবিধাসহ তিন দফা নিয়ে আমরা আন্দোলনে নামছি। দাবি না মানলে আমরা আরও কঠোর আন্দোলন গড়ে তুলব। সংবাদ সম্মেলন শেষে মুক্তধারা পরিষদের বাংলাদেশ ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশনে যোগদান উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এ সময় কোয়াবের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

up-arrow