শুক্রবার, ১৭ মার্চ, ২০১৭ ০০:০০ টা

কোনো ষড়যন্ত্র করিনি : মান্না

নিজস্ব প্রতিবেদক

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘গণস্বার্থের বিপক্ষে রাজনীতি করিনি। বিশৃঙ্খলা করিনি, ষড়যন্ত্র করিনি। কোনো ছলচাতুরী করে নির্বাচনের নামে ক্ষমতা দখলের কায়দাও করিনি।’ গতকাল বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জাতীয় সমাজতান্ত্রিক দল—জেএসডি ও নাগরিক ঐক্য আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। মানববন্ধনে আরও বক্তব্য দেন জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সদস্য মমিনুল ইসলাম, জিল্লুর রহমান, শহিদুল্লাহ কায়সার প্রমুখ। মান্না বলেন, ‘যারা মনে করছেন একবার জিতে পুলসিরাত পার হয়ে গেছেন; যারা মনে করছেন রাজনৈতিক দলগুলো সব মাথা নুয়ে ফেলেছ, তারাও ভুল করছেন। কেউ যদি মনে করেন একবার ক্ষমতা পেয়েছি, ওই ক্ষমতার দাপটে টিকে থাকব; তাহলে তারা বোকার স্বর্গে বাস করছেন। আমরা অনুরোধ করি, আপনাদের বিবেকের কাছে মিনতি করি, আপনারা শুভবুদ্ধির কাছে আত্মসমর্পণ করেন। পুরো দেশকে একটা ভয়ের চাদরে ঢেকে দিয়েছেন। কাউকে কথা বলতে দিচ্ছেন না।’

সব গণমাধ্যমের ওপর অকথিত, অঘোষিত সেন্সর চালু করে দিয়েছেন। এ রকম করে টিকে থাকা যাবে না। যদি মনে করেন মিথ্যা মামলা, ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে কণ্ঠ বন্ধ করে দিতে পারবেন, ওই কণ্ঠগুলো বন্ধ হবে না।’

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে জেএসডির সভাপতি বলেন, ‘বিএনপি নাকি এর আগে ‘র’ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করে ক্ষমতায় এসেছিল। উনি কি আসলে জনগণকে সাবধান করতে চেয়েছেন নাকি ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না— সেটাই বলতে চেয়েছেন তা আমরা জানি না। আপনার যেহেতু দালালি সম্পর্কে অভিজ্ঞতা রয়েছে, সুতরাং আশা করব তিস্তার পানিচুক্তি করে আপনি দেশে ফিরে আসবেন।’

সর্বশেষ খবর