Bangladesh Pratidin

প্রকাশ : রবিবার, ১৯ মার্চ, ২০১৭ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১৯ মার্চ, ২০১৭ ০১:৪৫
স্কুলছাত্রীর শ্লীলতাহানি অভিযুক্ত গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক

স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে রাজধানীতে মাসুদ পারভেজ (৪৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে তার শাস্তির দাবিতে ক্যাম্পাসের সামনে মানববন্ধন করে কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।

জানা গেছে, শ্লীলতাহানির শিকার ছাত্রীটিও একই স্কুলের ১০ম শ্রেণির শিক্ষার্থী। এ বিষয়ে জানতে চাইলে সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কুদ্দুস ফকির জানান, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা একশনে যাই এবং দুপুরে অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেফতার করি। ভুক্তভোগীর এক স্বজন অভিযোগ করে জানান, কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজের ব্যবস্থাপনা কমিটির সদস্য মাসুদ পারভেজ। তিনি ওই ছাত্রীর বেতন কমানোর কথা বলে এবং পরীক্ষার সাজেশন দেওয়ার কথা বলে পূর্ব বাসাবোয় তার নিজ কার্যালয়ে ডেকে নিয়ে যান। আর সেখানেই তিনি ওই ছাত্রীর শ্লীলতাহানি করেন। তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের একজন নেতাও। 

এই পাতার আরো খবর
up-arrow