সোমবার, ২০ মার্চ, ২০১৭ ০০:০০ টা

থানা থেকে নিখোঁজ মোখলেসকে আদালতে হাজির করার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

সাতক্ষীরা সদর থানার হাজতখানা থেকে নিখোঁজ মোখলেসুর রহমান জনিকে খুঁজে বের করে বিচারিক আদালতে হাজির করার নির্দেশ দিয়েছে হাই কোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে আদালতের এ আদেশ বাস্তবায়নের বিষয়ে সাতক্ষীরার পুলিশ সুপার ও সদর থানার ওসিকে অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এ বিষয়ে জারি করা রুল শুনানির সময় গতকাল বিচারপতি কাজী রেজাউল হক এবং বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এম মতিউর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস। আইনজীবী মতিউর রহমান মতিন সাংবাদিকদের জানান, ২০১৬ সালের ৪ আগস্ট সাতক্ষীরা সদর থানা পুলিশ মোখলেসকে তুলে নিয়ে যায়। ৫ থেকে ৭ আগস্ট পর্যন্ত তিনদিন মোখলেসের স্ত্রী জেসমিন থানায় গিয়ে স্বামীর সঙ্গে দেখা করে খাবার দিয়ে আসেন। ৮ আগস্ট থানায় গেলে তিনি আর স্বামীর দেখা পাননি। তাকে থানা থেকে জানানো হয়, এই নামে থানায় কেউ ছিল না এবং এখনো নেই। বিষয়টি নিয়ে প্রথমে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে চাইলে তা গ্রহণ করা হয়নি। পরে মোখলেসের স্ত্রী ২৪ আগস্ট পুলিশ সুপারকে (এসপি) বিষয়টি অবহিত করলেও ওই ব্যক্তিকে খুঁজে বের করার উদ্যোগ নেয়নি পুলিশ। এরপর মোখলেসের স্ত্রী জেসমিন জাহান স্বামীকে ফিরে পেতে হাই কোর্টের নির্দেশনা চেয়ে রিট করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর