সোমবার, ২০ মার্চ, ২০১৭ ০০:০০ টা
মানবতাবিরোধী অপরাধের বিচার

শতবর্ষী বাকীকে জামিন

নিজস্ব প্রতিবেদক

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক শতবর্ষী আবদুুল্লাহহিল বাকীকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আবদুর রউফের জিম্মায় তাকে জামিন দেওয়া হয়েছে। শর্ত অনুযায়ী তাকে ঢাকায় অবস্থান করতে হবে এবং মামলার নির্ধারিত তারিখে ট্রাইব্যুনালে হাজির হতে হবে। গতকাল বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেয়। ট্রাইব্যুনালে শুনানি করেন প্রসিকিউটর জেয়াদ আল মালুম, সাহিদুর রহমান ও রেজিয়া সুলতানা চমন। আসামিপক্ষে ছিলেন মো. আবদুর রউফ ও আবদুস সাত্তার পালোয়ান।

 প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন সাংবাদিকদের বলেন, আবদুল্লাহহিল বাকীর বয়স ১০০ বছরের ওপরে। শারীরিকভাবেও অসুস্থ। এ কারণে আসামিপক্ষ জামিন আবেদন করলে আদালত তা বিবেচনায় নিয়ে আবেদন মঞ্জুর করেছে। গত ৮ মার্চ গ্রেফতারি পরোয়ানা জারির পর বাকীকে গ্রেফতার করে পুলিশ। গতকাল তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর