সোমবার, ২০ মার্চ, ২০১৭ ০০:০০ টা
ডব্লিউইএর গোলটেবিল আলোচনা

সফল নারী উদ্যোক্তা প্রতিষ্ঠায় পুরুষের সহযোগিতা অপরিহার্য

নিজস্ব প্রতিবেদক

নারী উদ্যোক্তাদের সফল করে তুলতে পুরুষের সহযোগিতা অপরিহার্য বলে মত দিয়েছেন বিশিষ্টজনেরা। তাদের মতে-শুধু পরিবার নয়, সমাজ ও রাষ্ট্র গঠনেও নারী-পুরুষ পরস্পরের পরিপূরক। পারস্পরিক সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গি ছাড়া একজন নারী যেমন তার কর্মমুখী উদ্যোগে সফল হতে পারেন না, একইভাবে নারীর সহায়ক ভূমিকা ছাড়া পুরুষেরাও প্রতিষ্ঠা পেতে পারেন না। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘উইমেন এন্টারপ্রেনার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ’ (ডব্লিউইএ)-এর উদ্যোগে গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ((ডিআরইউ) আয়োজিত এক গোলটেবিল আলোচনায় তারা এই অভিমত ব্যক্ত করেন। আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট লেখক ও রাজনীতিক সাহিদুর রহমান টেপা বলেন, একথা অস্বীকারের সুযোগ নেই যে, আমাদের সমাজব্যবস্থা এখনো পুরুষতান্ত্রিক। এরকম বাস্তবতায় নারীদের সামনে এগিয়ে যাওয়ার পথ অনেক বন্ধুর। পদে পদে প্রতিবন্ধকতা ঠেলে ঠেলে নারীদের সামনে হাঁটতে হচ্ছে। ডব্লিউইএর প্রেসিডেন্ট নাসরিন রুবার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন রবীন্দ্রসংগীত শিল্পী ও সাবেক সরকারি কর্মকর্তা নাজনিন সুলতানা লাকি প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর